৬৩। টার্নওভার কর আরোপ ও আদায়।-

টার্নওভার কর আরোপ আদায়

৬৩। টার্নওভার কর আরোপ ও আদায়।- (১) তালিকাভুক্ত বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভারের উপর 1[৪ (চার) শতাংশ হারে টার্নওভার কর প্রদান করিবেন: [* * *]
 (২) কোন তালিকাভুক্ত ব্যক্তির কোন কর মেয়াদে প্রদেয় টার্নওভার কর, উক্ত কর মেয়াদের দাখিলপত্র পেশ করিবার পূর্বে পরিশোধ করিতে হইবে। 
 (৩) প্রদেয় টার্নওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, হিসাবরক্ষণ, টার্নওভার কর প্রত্যর্পণ, ন্যায়—নির্ণয়ন এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।
 2[(৪) তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশেধিত মূল্য সংযোজন কর বা টার্নওভার কর রেয়াদ গ্রহণ কিংবা হ্রাসকারী সমন্বয় করা যাইবে না।] 

1অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৩ এর দফা (ক) দ্বারা ‘৩(তিন)’ এর পরিবর্তে প্রতিস্থাপিত এবং শতাংশ বিলুপ্ত
2অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮৩ এর দফা (খ) দ্বারা উপ—ধারা (৪) সংযোজিত

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment