৫৯। আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়।-

৫৯। আমদানির উপর সম্পূরক শুল্ক আদায়।- (১) সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যের উপর যে সময় ও পদ্ধতিতে আমদানি শুল্ক আদায় করা হয়, সেই একই সময় ও পদ্ধতিতে, সম্পূরক শুল্ক আদায় করিতে হইবে। 
 (২) এই আইনে ভিন্নরূপ বিধান না থাকিলে, পণ্য আমদানির ক্ষেত্রে, সম্পূরক শুল্ক আদায় এবং পরিশোধের উদ্দেশ্যে 1[কাস্টমস আইনের] বিধানাবলী (প্রয়োজনীয় সংশোধন এবং অভিযোজনসহ) এমনভাবে প্রযোজ্য হইবে যেন আমদানির উপর প্রদেয় সম্পূরক শুল্ক একটি আমদানি শুল্ক।

(৩) উপ—ধারা (২) এর বিধানাবলীর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, 2[কাস্টমস আইনের] আইনের অধীন কোন পরিমাণ বন্ড বা গ্যারান্টির দাবী করা হইলে, উহা এমনভাবে হিসাব করিতে হইবে যেন প্রদেয় সম্পূরক শুল্ক আমদানি পণ্যের উপর একটি আমদানি শুল্ক।

1অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮০(ক) দ্বারা ‘শুল্ক আইনের’ পরিবর্তে প্রতিস্থাপিত

2অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ধারা ৮০ এর দফা (খ) দ্বারা ‘শুল্ক আইনের’ পরিবর্তে প্রতিস্থাপিত

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment