১০। তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি ও তালিকাভুক্তি।-

১০। তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি ও তালিকাভুক্তি।- (১) যদি কোন ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করিয়া ১২ মাসের কোন ত্রৈমাসিক শেষে তালিকাভুক্তিসীমা অতিক্রম করেন কিন্তু যদি নিবন্ধনসীমা অতিক্রম না করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি উক্ত ত্রৈমাসিক সময় সমাপ্ত হইবার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্তির [সংশ্লিষ্ট কর্মকর্তার] নিকট আবেদন করিবেন।

(২) [সংশ্লিষ্ট কর্মকর্তা] নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তিকে টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্ত করিয়া ব্যবসা সনাক্তকরণ সংখ্যা সম্বলিত টার্নওভার কর সনদপত্র প্রদান করিবেন।


অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন ) এর ধারা ৫৯ এর ধারা দফা (ক) দ্বারা “কমিশনারের পরিবর্তে প্রতিস্থাপিত

অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন ) এর ধারা ৫৯ এর ধারা দফা (ক) দ্বারা “কমিশনারের পরিবর্তে প্রতিস্থাপিত

 

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment