১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।

১। সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন।

(১) এই আইন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক  আইন, ২০১২ নামে অভিহিত হইবে।

(২) এই আইনের দ্বিতীয় অধ্যায়, দ্বাদশ অধ্যায় ও পঞ্চদশ অধ্যায় এবং ধারা ১২৮, ১৩২, ১৩৪ ও ১৩৫

অবিলম্বে কার্যকর হইবে।

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত অধ্যায় ও ধারাসমূহ ব্যতীত এই আইনের অন্যান্য অধ্যায় ও ধারাসমূহ সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে, সেই তারিখে কার্যকর হইবে।

 


 

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment