আয়কর আইনে কি ধরনের আয় হিসেবে আনতে হবে অর্থাৎ আয়ের খাতসমূহ : কৃষি আয় এবং বিয়োজন সমূহ

আয়কর অধ্যাদেশের ধারা-২০ মোতাবেক আয়কর ধার্য্যরে জন্য এবং মোট আয় নির্ণয়ের জন্য সকল আয়কে নিম্নেবর্ণিত খাতে বিভক্ত করে হিসাবে করতে হবে, যথাঃ

(১) বেতন

(২) নিরাপত্তা (সিকিউরিটির) উপর সুদ
(৩) গৃহ সম্পত্তি হতে  আয়

(৪) কৃষি আয় এবং বিয়োজন সমূহঃ
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা -২৬ এবং ২৭ অনূযায়ী কৃষি খাতে আয় নিরূপণ করতে হয়। যে সকল করদাতার কৃষি ছাড়া আর কোন আয় নেই সে সকল করদাতার কর মুক্ত আয়ের সাধারন সীমার অতিরিক্ত আরও  ২,০০,০০০/-টাকা পর্যন্ত করমুক্ত থাকবে অথাৎ ৪,৫০,০০০/-টাকা পর্যন্ত আয়ের জন্য কোন আয়কর পরিশোধ করতে হবে না মহিলা করদাতা ৬৫ বৎসর বা তদুর্ধ্ব বয়সের করদাতা
আয়ের সীমা হবে (৩,০০,০০০+২,০০,০০০)= ৫,০০,০০০/- টাকা। প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের এ সীমা হবে (৩,৭৫,০০০+২,০০,০০০)= ৫,৭৫,০০০/-টাকা এবং গেজেট ভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৪,২৫,০০০ + ২,০০,০০০ = ৬,২৫,০০০/- টাকা।
প্রতিবন্ধি ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকের জন্য আরো ২৫,০০০/- বেশি যুক্ত হবে

কৃষি খাতে আয় নির্ধারনীয় ক্ষেত্রে বাদযোগ্য বিষয় সমূহ ধারা - ২৭ এ উল্লেখ করা হয়েছে
২৭(২) অনূযায়ী যদি খাতা পত্র না রাখা হয় সেই ক্ষেত্রে ৬০% উৎপাদন বাদ দিয়ে অবশিষ্ট আয় আয়ের সাথে যোগ হবে।
যেমনঃ
১। করদাতা একজন চাকরিজীবী , তাঁর কৃষি আয় সংক্রান্ত হিসাবের কোন খাতা পত্র নাই এবং ভূমি থেকে উৎপাদি কৃষি আয়ের পরিমাণ ১,০০,০০০.০০ টাকা । এ ক্ষেত্রে করদাতার  করযোগ্য নীট কৃষি আয়ের হিসাব নিম্নরুপঃ
ভূমি থেকে উৎপাদিত কৃষি আয়                                      = ১,০০,০০০.০০ টাকা
বাদঃ উৎপাদিত ব্যয় ৬০% [ধারা -২৭(২)]                           =    ৬০,০০০.০০ টাকা
করযোগ্য নীট কৃষি আয়                                               =    ৪০,০০০.০০ টাকা
২। ধরা  যাক  জনাব  রফিকের  কৃষি  জমির  পরিমাণ  ২  একর।  একর  প্রতি  ধান উৎপাদনের পরিমাণ ধরা যাক ৪৫ মণ। প্রতিমণ ধানের বাজারমূল্য ৮০০/-  টাকা হলে নীট করযোগ্য কৃষি আয়ের পরিমাণ হবেঃ

২ একর দ্ধ ৪৫ দ্ধ মণ বাজার মূল্য ৮০০/-                          = ৭২,০০০/- টাকা।
বাদঃ উৎপাদন ব্যয় ৬০%                                             = ৪৩,২০০/- টাকা।
    নীট কৃষি আয়                                                     = ২৮,৮০০/- টাকা।

(৫) ব্যবসা বা পেশা হতে আয়
(৬) ফার্মের আয়ের অংশ
(৭) অন্যান্য উৎস হতে আয়
(৮) মূলধনী আয়
(৯) স্বামী/স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয়

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment