১[২৪। মূল্য সংযোজন কর কর্মকর্তাকে সহায়তা প্রদান

(১) মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ এই আইনের অধীন তাহাদের পালনের জন্য নিম্নবর্ণিত কর্তৃপক্ষ, কর্মকর্তা বা সদস্যের সহায়তা যাচনা করিতে পারিবে এবং উহারা ‍উক্তরূপ সহায়তা প্রদানে বাধ্য থাকিবে, যথা:-

(ক)বাংলাদেশ পুলিশ,বর্ডার গার্ড বাংলাদেশ,বাংলাদেশ কোষ্ট গার্ড ও আনসার বাহিনীর যে কোন সদস্য;

(খ)মূল্য সংযোজন কর,আবগারী শুল্ক, আয়কর ও মাদকদ্রব্য সংক্রান্ত কর্মকা- পরিচালনা ও নিয়ন্ত্রনকারী সকল কর্মকর্তা;

(গ)গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন বা অনুরূপ সেবা প্রদানকারী সংস্থার সকল কর্মকর্তা;

(ঘ) সকল ব্যাংক কর্মকর্তা;

(ঙ) ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ; এবং

(চ) অন্য যে কোন সরকারী কর্মকর্তা।]

[(২) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন মূল্য সংযোজন কর কর্মকর্তা, তাঁকে সহায়তা বা সহায়তা করার উদ্দেশ্যে উপ-ধারা (১) এ উল্লিখিত কোন সদস্য, কর্তৃপক্ষ বা কর্মকর্তাকে যে কোন ব্যক্তির স্থাবরঅস্থাবর সম্পত্তির হিসাব, ব্যাংক একাউন্টের হিসাব বিবরণী, দলিলাদিসহ অন্য যে কোন তথ্য সরবরাহ করার জন্য

অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সদস্য, কর্তৃপক্ষ বা কর্মকর্তা চাহিদাকৃত তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবেন।]


অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ধারা ৭(৬) বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১৪ (২০১৪ সনের ৪ নং আইন) এর ধারা ৬০ বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৯ বলে প্রতিস্থাপিত।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment