কখন আয়ের বিবরণ বা রিটার্ন দাখিল করতে হবে?

ব্যক্তি করদাতাকে Tax Day (কর দিবস) এর মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ২০১৬-১৭ কর বছরের জন্য ৩০ নভেম্বর ২০১৬ তারিখ হচ্ছে কর দিবস, অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। একজন ব্যক্তি-করদাতা ১ জুলাই ২০১৬ থেকে ৩০ নভেম্বর ২০১৬ তারিখের মধ্যে ২০১৬-১৭ কর বছরের রিটার্ন দাখিল করবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব না হলে করদাতার রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য বিধি নির্ধারিত ফরমে উপযুক্ত কারণ উল্লেখপূর্বক উপ কর কমিশনারের কাছে সময়ের আবেদন করতে পারবেন। সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে সাধারণ অথবা সার্বজনীন স্বনির্ধারণী পদ্ভতির আওতায় রিটার্ন দাখিল করা যাবে।

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment