আয়কর সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয়

০১। আয়কর কি?
সরকারের রাজস্ব আহরণের ক্ষেত্রে প্রত্যক্ষ করের মধ্যে অন্যতম হলো আয়কর। করদাতা আয় বিবেচনায় এ কর প্রযোজ্য হয়। কোন ব্যক্তির আয় নির্দিষ্ট সীমার উপর হলে উক্ত আয়ের উপর আয়ের স্তর ভিত্তিতে বিভিন্ন হার অনুযায়ী আয়কর প্রদান করতে হয়। এর প্রধান উদ্দেশ্য হল রাজস্ব আহরণের মাধ্যমে সরকারি ব্যয় নির্বাহ এবং দেশের অভ্যন্তরীন উন্নয়ন।

০২।  আয়কর রিটার্ন কি?
আয়কর রিটার্ন হলো সরকার কর্তক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ফরম যার মধ্যে করদাতা তাঁর আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করেন। ব্যক্তি শ্রেণীর করদাতা ও কোম্পানী করদাতাদের জন্য পৃথক রিটার্ন রয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ণ ফরম বাংলা ও ইংরেজী উভয় ভাষায় পাওয়া যায়।

০৩। আয়কর রিটার্ন কারা দেবেন
কোন ব্যক্তি  (individual)  করদাতার  আয় যদি বছরে  ২,৫০,০০০/-  টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দিতে হবে। মহিলা  এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের পুরুষ করদাতার আয়  যদি  বছরে  ৩,০০,০০০/-  টাকার  বেশি,  প্রতিবন্ধী  করদাতার  আয়  যদি  বছরে ৩,৭৫,০০০/-  টাকার বেশী  এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,২৫,০০০/-  টাকার বেশী  হয়। তবে প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকগণ বিদ্যমান কর অব্যহতি সীমা অপেক্ষা ২৫,০০০/- টাকা অতিরিক্ত কর অব্যহতি প্রাপ্ত হবেন। আয়ের পরিমাণ যাই হোক না কেন কতিপয় ব্যক্তির  ক্ষেত্রে  রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাঁদের তালিকা নীচে দেয়া হলোঃ
(১) আয় বছর করযোগ্য আয় থাকলে;
(২) আয় বছরের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করযোগ্য আয় নিরূপিত হলে;
(৩) একটি গাড়ীর মালিক হলে;
(৪) মূল্য সংযোজন কর আইনে নিবন্ধিত কোন ক্লাবের সদস্য হলে;
(৫) সিটি কর্পোরেশন, পৌরসভা  অথবা  ইউনিয়ন পরিষদে ব্যবসা পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স এবং ব্যাংক এ্যাকাউন্ট থাকলে;
(৬) ডাক্তার, দন্ত চিকিৎসক, আয়কর আইনজীবী, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড  ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার অথবা সমজাতীয় পেশায় নিয়োজিত সকল ব্যক্তিবর্গ;
(৭) চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অথবা কোন ট্রেড এসোসিয়েশনের সকল সদস্য;
(৮) পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা জাতীয় সংসদ নির্বাচনে সকল পদপ্রার্থী;
(৯) সরকারি,  আধা-সরকারি,  স্বায়ত্তশাসিত  সংস্থা  অথবা স্থানীয় কর্তৃপক্ষের ঠিকাদারী কাজে টেন্ডারে অংশগ্রহণকারী সকল ব্যাক্তি বা প্রতিষ্ঠান;
(১০) কোম্পানী বা কোন গ্রুপ অব কোম্পানীর কর পরিচালনা পর্যদের পরিচালক;
(১১) সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ১৬,০০০/- টাকা বা তদুর্ধ মূল বেতনধারী;
(১২) ধারা ৪৪ এর আওতায় কর অব্যহতি বা হ্রাসকৃত কর হার সুবিধা গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান  (দাতব্য প্রতিষ্ঠান ব্যতীত)
(১৩) এছাড়া নিম্নোক্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের
      (ক) কোন কোম্পানী (খ) এনজিও ব্যুরোতে রেজিস্ট্রিকৃত এনজিও (গ) কো-অপারেটিভ সোসাইটি     
      (ঘ) ফার্ম (ঙ) এসোসিয়েশনের ব্যক্তি (চ) কোম্পানীর শেয়ার হোল্ডার বা শেয়ার হোল্ডার এমপ্লয়মেন্ট   
      (ছ) ফার্মের পার্টনার এর আয়কর রিটার্ন জমা দেয়া বাদ্ধতামূলক।

 

তথ্যসূত্র : সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন ফরম পূরণের নির্দেশিকা। প্রকাশনায়- গোল্ডেন বাংলাদেশ।

About Author

Profile Picture

Md. Jahangir Alam

Leave a Comment