আমি ঢাকার বাইরে চাকুরি করি এখন ঢাকায় বদলি হয়ে এসেছি, আমি এখন কোথায় রিটার্ন জমা দিব?

বদলি হওয়ার পূর্বে আপনি যে সার্কেলে রিটার্ন জমা দিয়েছেন, সেই সার্কেল থেকে সর্বশেষ কর বছরের আয়কর রিটার্নের সার্টিফাইড কপি উঠাবেন এবং আপনার আয়কর ফাইলটি স্থানান্তর করার জন্য উপ কর কমিশনার বরাবর একটি আবেদন করবেন এবং আবেদনের একটি কপি সংশ্লিষ্ট সার্কেল থেকে রিসিভ করিয়ে নিবেন। আপনি এখন যে সার্কেলে আয়কর রিটার্ণ জমা দিবেন সেই সার্কেলে গত বছরের সার্টিফাইড কপি এবং বদলি হওয়ার আবেদনের রিসিভ কপি সংযুক্ত করে রিটার্ণ জমা দিবেন।

About Author

Profile Picture

Mijan Niloy

Leave a Comment