কোম্পানির ক্ষেত্রে নগদে ঋণ গ্রহন করা যাবে কি?

অর্থ আইন ২০১২-এ অধ্যাদেশের ধারা ১৯ এর- উপ-ধারা ২৬ সংযোজন করা হয়েছে । এর ফলে কোন কোম্পানী করদাতাকে অন্য কোন কোম্পানীর নিকট থেকে ক্রসড চেক বা ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহন করতে হবে । উলি−খিত মাধ্যম ছাড়া অন্যকোনভাবে যেমন নগদে ঋণ গ্রহন করা হলে সমপরিমাণ অর্থ ঋণ গ্রহনকারী কোম্পানীর অন্যান্য উৎসের আয় হিসেবে বিবেচিত হবে। যে বছরে এ ঋণ গ্রহন করা হবে, সে বছরের সংশি−ষ্ট করবর্ষে এটি তার আয় বিবেচিত হবে ।

বই প্রকাশের ৪/৫ দিন আগে প্রশ্নোত্তর পর্বটি নতুন সংযুক্তি হয়েছে যার জন্য এ বছর কয়েকটি নমুনা হিসেবে দেওয়া হল। আমাদের ব্যবসা সংক্রান্ত Web-এ প্রতিনিয়ত নতুন নতুন প্রশ্নোত্তর সংযুক্তি করা হচ্ছে।

About Author

Profile Picture

Mijan Niloy

Leave a Comment