দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে

Picture

সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও।

ডিএসই'র ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার লেনদেন হয়েছে মোট ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দাম।

দিন শেষে ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৯৬৭ পয়েন্টে। আর ২ পয়েন্ট বেড়ে ডিএস৩০ দাঁড়ায় ১ হাজার ৮৯১ পয়েন্টে।

হাতবদল হয়েছে মোট ১ হাজার ১৫ কোটি টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। গতকাল সোমবার হাতবদল হয়েছিল মোট ৯৯২ কোটি ৩০ লাখ টাকা।

অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে দিনশেষে লেনদেন হয়েছে মোট ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম।

ওই সময় পর্যন্ত নির্বাচিত খাত মূল্য সূচক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৩৬৪ পয়েন্টে।

হাতবদল হয়েছে মোট ৭৫ কোটি ৩১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


তথ্যসূত্র : সমকাল

About Author

Profile Picture

Mijan Niloy

Leave a Comment