কেন্দ্রীয় ব্যাংকে ন্যায়পাল নিয়োগ দেয়া হবে

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো রাষ্ট্রের ওপর ছেড়ে দিয়ে নিজের আওতাধীন বাংলাদেশ ব্যাংকের অনিয়ম রোধে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মালিক যেহেতু সরকার তাই এসব ব্যাংকের মান বাড়ানোর দায়িত্বও সরকারের। তবে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ন্যায়পাল নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি। গতকাল বাংলাদেশ ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন। এতে গভর্নর হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংকের কথা নির্দেশ করে বলেন, দেশের ব্যাংকিং খাতে দুর্ঘটনা ঘটে গেছে। সারা দুনিয়ায় এ রকম দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনা থেকে আমরা শিক্ষা নিচ্ছি কিনা, আটঘাট বেঁধে নামছি কিনা সেটাই এখন দেখার বিষয়। গত অর্থবছরে অভিযুক্ত ১৮৪ জন ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ১৮ জন মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব। এছাড়া আরও দু’জন কর্মকর্তার শাস্তিমূলক ব্যবস্থা তদন্তাধীন। ব্যাংকারদের ভুল ও অন্যায়ের কারণে তাদের শাস্তি হচ্ছে এ বিষয়টি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কোন অভিযোগ গ্রহণ করে না। তাই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য একজন ন্যায়পাল নিয়োগ দেয়া হবে। এমনটাই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ভাবা হচ্ছে বলে জানান তিনি। ব্যাংকগুলোর অন্যায় ও অনিয়ম ধরছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।


যেসব কর্মকর্তারা এ কাজ করছেন তাদের মাথা উঁচু করে তা করার আহ্বান জানান তিনি। এসব কর্মকর্তার প্রতি গভর্নরের সবসময় সমর্থন থাকবে বলে আশ্বাস দেন তিনি। 

তথ্যসূত্র : মানবজমিন

About Author

Profile Picture

Mijan Niloy

Leave a Comment