২০১৫-২০১৬ কর বছরের জন্য প্রযোজ্য আয়কর হার

(ক) ব্যক্তি শ্রেণীর কর হারঃ

(১)অর্থ আইন, ২০১৫ এর মাধ্যমে ব্যক্তি করদাতা, হিন্দু অবিভক্ত পরিবার, অংশিদারী ফার্ম, ব্যক্তি সংঘ এবং আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তির করমুক্ত প্রদেয় আয়করের এবং সারচার্জ আরোপের বিধানে পরিবর্তন আনা হয়েছে। ২০১৫-২০১৬ কর বছরের জন্য এরূপ করদাতাদের আয়ের উপর প্রযোজ্য কর হার নিম্নরূপঃ

প্রথম ২,৫০,০০০/ -টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য
পরবর্তী ৪,০০,০০০/-টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১০%
পরবর্তী ৫,০০,০০০/-টাকা পর্যন্ত মোট আয়ের উপর ১৫%
 পরবর্তী ৬,০০,০০০/-টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২০%
পরবর্তী ৩০,০০,০০০/-টাকা পর্যন্ত মোট আয়ের উপর ২৫%
সর্বমোট ৪৭,৫০,০০/- টাকার অধিক আয়ের উপর..........  ৩০%

 

(২) মহিলা করদাতা এবং ৬৫ বছর বা তদুর্ধ বয়সের পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা  ২,৭৫,০০০/-টাকা থেকে বৃদ্ধি করে ৩,০০,০০০/-টাকা করা হয়েছে।

 

(৩) প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০/-টাকা থেকে বৃদ্ধি করে ৩,৭৫,০০০/-টাকা করা হয়েছে।

(৪) গেজেটভূক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার আয়ের সীমা ৪,০০,০০০/-টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নং মুবিম/প্রঃ৩/মুক্তিযোদ্ধা/গেজেট/২০০৩/৪৭৯, তারিখঃ ২০শে ভাদ্র ১৪১০/ ৪ঠা ১৪সেপ্টেম্বর ২০০৩ এ উল্লেখিত তালিকায় যে সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত রয়েছে সেসকল করদাতা এ সুবিধা পাবেন।

(৫) করমুক্ত সীমার ঊর্ধ্বের আয়ের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্নরূপভাবে বিন্যস্ত করা

হয়েছেঃ

এলাকারবিবরণ ন্যূনতম করের হার
ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৫,০০০/-টাকা
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা  ৪,০০০/-টাকা
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা ৩,০০০/-টাকা

 

  • ন্যূনতম আয়করের এ বিধানের ফলে একজন করদাতার আয় যে কোন স্থানেই অর্জিত হউক না কেন তিনি যেখানে অবস্থান করবেন তাঁর সে অবস্থানের ভিত্তিতেই ন্যূনতম করের হার নির্ধারণ হবে। তবে কোন করদাতা যদি একই আয়  বছরে  একাধিক  স্থানে  অবস্থান  করে  থাকেন  তাহলে  যে  স্থানে  তিনি  সর্বাধিককাল  অবস্থান  করেছেন  সে অবস্থানস্থলের জন্য প্রযোজ্য ন্যূনতম কর হার তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
  • ব্যবসা আয়ের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার মূখ্য স্থানই ন্যূনতম করের জন্য একজন করদাতার অবস্থানস্থল হিসেবে বিবেচিত হবে।একজন চাকুরীজীবি করদাতা আয়বছরে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিক কাল কর্মরত ছিলেন ন্যূনতম করের জন্য সে স্থানই তাঁর অবস্থানস্থল বলে বিবেচিত হবে।
  • করদাতা অনিবাসী হলে বাংলাদেশে তিনি যে ঠিকানা ব্যবহার করেন সে ঠিকানাই তাঁর অবস্থানস্থল হিসেবে বিবেচিত হবে।
  • করমুক্ত সীমার ঊর্ধ্বের আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ হিসাব অনুযায়ী তাঁর জন্য প্রযোজ্য ন্যূনতম আয়করের পরিমাণ অপেক্ষা কম হলে বা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ প্রযোজ্য ন্যূনতম আয়করের কম বা ঋণাত্মক হলেও তাঁকে তাঁর জন্য প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে।

 

(খ) ক্ষেত্রবিশেষে ব্যক্তি করদাতাদের উপর সারচার্জ আরোপঃ

অর্থ আইন, ২০১৫ এর মাধ্যমে ব্যক্তি করদাতাদের প্রদেয় আয়করের উপর প্রযোজ্য সারচার্জ আরোপের বিধানে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের ন্যায় আয়কর রিটার্নের সাথে দাখিলকৃত সম্পদ ও দায় বিবরণীতে প্রদর্শিত নীট সম্পদের পরিমাণ ২ (দুই) কোটি পঁচিশ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে নীট সম্পদের উপর ভিত্তি করে নিম্নলিখিত হারে প্রদেয় আয়করের উপর সারচার্জ আরোপিত হবেঃ

নীট পরিসম্পদের মূল্যমান সারচার্জের হার
(ক) দুই কোটি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত - শূন্য
(খ) দুই কোটি পঁচিশ লক্ষ টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক নয়- ১০%
(গ) দশ কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক নয়- ১৫%
(ঘ) বিশ কোটি টাকার অধিক কিন্তু ত্রিশ কোটি টাকার অধিক নয়- ২০%
(ঙ) ত্রিশ কোটি টাকার অধিক যে কোন অংকের উপর- ২৫%

      

 

নূন্যতম সারচার্জ এর পরিমাণ ৩,০০০/- টাকা।

 

উক্ত সারচার্জ বিনিয়োগজনিত কর রেয়াত বাদে প্রদেয় আয়করের উপর প্রযোজ্য হবে। সারচার্জ কিভাবে আরোপিত হবে তা অপর পৃষ্ঠার উদাহরণগুলোর সাহায্যে স্পষ্ট করা হলোঃ

 

                                টাকা

(১) একজন করদাতার নীট সম্পদ                                                               ২১,০০০,০০০/-

মোট আয়-                                                                                            ১০,০০,০০০/-

আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                                              ৯২,৫০০/-

প্রদেয় সারচার্জের পরিমাণ                                                                         শূন্য।

 

(২) একজন করদাতার নীট সম্পদ                                                               ২,৩৫,০০,০০০/-

মোট আয়                                                                                              ১০,০০,০০০/-

আয়ের উপর প্রদেয় আয়করের পরিমাণ                                                         ৯২,৫০০/-

প্রদেয় সারচার্জের পরিমাণ (১০%)                                                               ৯,২৫০/-

 

(৩) একজন করদাতার নীট সম্পদ                                                                ১১,০০,০০,০০০/-

মোট আয়-                                                                                             ১০,০০,০০০/-

আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                                                ১২,২৫০/-

প্রদেয় সারচার্জের পরিমাণ (১৫%)                                                               ১৩,৮৭৫/-

 

(৪) একজন করদাতার নীট সম্পদ                                                              ২০,৫০,০০,০০০/-

মোট আয়-                                                                                           ১০,০০,০০০/-

আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                                              ৯২,৫০০/-

প্রদেয় সারচার্জের পরিমান ২০%                                                               ১৮,৫০০/-

 

(৫) একজন করদাতার নীট সম্পদ                                                              ৩০,১৪,০০,০০০/-

মোট আয়-                                                                                           ১০,০০,০০০/-

আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                                               ৯২,৫০০/-

প্রদেয় সারচার্জের পরিমান ২৫%                                                                ২৩,১২৫/-

 

(৬) একজন করদাতার নীট সম্পদ                                                               ৩২,০০,০০,০০০/-

মোট আয়-                                                                                            ১০,০০,০০০/-

আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ                                                ৯২,৫০০/-

বিনিয়োগজনিত আয়কর রেয়াত                                                                   ১০,০০০/-

বিনেয়োগজনিত আয়কর রেয়াত বাদে প্রদেয়                                                   ৮২,৫০০/-

             অগ্রিম আয়কর পরিশোধ                                                                        ৭০,০০০/-

             অবশিষ্ট প্রদেয় আয়কর                                                                          ১১,০০০/-

              প্রদেয় সারচার্জের পরিমান ৮৬,০০০/-টাকার ২৫%                                      ১২,৫০০/-

 

*ব্যক্তি (individual)শ্রেণীর করদাতা ভিন্ন অন্য কারো উপর এ সারচার্জ আরোপিত হবে না

(গ) অনিবাসী ব্যক্তির করহার:

বাংলাদেশী নয় এমন অনিবাসী ব্যক্তিদের কর হার ৩০% করা হয়েছে। তবে অনিবাসী ব্যক্তি করদাতা বাংলাদেশী নাগরিক হলে তাদের আয়ের ক্ষেত্রে বাংলাদেশী নিবাসীদের জন্য প্রযোজ্য হারে (০%, ১০%, ১৫%, ২০%, ২৫% ও ৩০%) কর প্রদেয় হবে।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment