FAQ

Displaying 41-41 of 41 results.

অনেক সময় দেখা যায় একাধিক ব্যাংক হিসাব থাকে। প্রতিটি ব্যাংক হিসাবই দেখানো হয়েছে এর মধ্যে কোন হিসাব বাদ পড়েছে, এই ক্ষেত্রে করনীয়।

আপনার প্রতিটি হিসাবই দেখানো উচিত, আপনি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক কোন একটি হিসাব এক বছর দেখালেন অন্য বছর দেখালেন না এটি আয়কর আইনের লংঘন। এতে যদি আয়কর ফাকির বিষয় থাকে সেক্ষেত্রে যদি আয়কর অফিসের নজরে আসে আপনার আয়কর ফাইল পূনঃউন্মোচন করতে পারে। সাধারনতঃ ছয় বছর পর্যন্ত ফাইল যে কোন সময় পুনঃউন্মোচন হতে পারে।