ষষ্ঠ অধ্যায় : চালানপত্র এবং দলিলপত্র

Displaying 1-4 of 4 results.

৫১। কর চালানপত্র।-

চালানপত্র এবং দলিলপত্র

[৫১। কর চালানপত্র।- (১) প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভূক্ত ব্যক্তি করযোগ্য সরবরাহের উপর যে তারিখে মূসক প্রদেয় হইবে সেই তারিখ বা তৎপূর্বে নিম্নবর্ণিত তথ্যসম্বলিত একটি সংখ্যানুক্রমিক কর চালানপত্র জারি করিবেন, ]


অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন ) এর ধারা ৭৬ দ্বারা প্রতিস্থাপিত

৫২। ক্রেডিট নোট এবং ডেবিট নোট।-

৫২। ক্রেডিট নোট এবং ডেবিট নোট।- (১) ক্রেডিট বা ডেবিট নোটে নিম্নবর্ণিত

তথ্যাবলী অন্তর্ভুক্ত থাকিতে হইবে, যথা:

(ক) ডেবিট বা ক্রেডিট নোটের ক্রমিক নম্বর, ইস্যুর তারিখ ও সময়;

(খ) সরবরাহকারীর নাম, ঠিকানা ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা;

(গ) প্রাসঙ্গিক মূল কর চালানপত্রের ক্রমিক নম্বর, তারিখ ও সময়;

(ঘ) সমন্বয়ের প্রকৃতি;

(ঙ) মূসকের পরিমাণের উপর প্রভাব;

(চ) সরবরাহের উপর প্রদেয় মূসকের প্রভাব ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকার

অধিক হইলে সরবরাহ গ্রহীতার নাম, ঠিকানা ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা; এবং

(ছ) সমন্বয় ঘটনার কারণে বৃদ্ধিকারী বা হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ সনাক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় তথ্য।

(২) কোন ক্রেডিট নোটে উপ-ধারা (১) এর দফা (চ) এ উল্লিখিত তথ্য অন্তর্ভুক্ত না থাকিলে, উক্ত ক্রেডিট নোট হ্রাসকারী সমন্বয় দাবির সমর্থনে ব্যবহার করা যাইবে না।

৫৩। সমন্বিত কর চালানপত্র এবং উৎসে কর কর্তন সনদপত্র।-

1[৫৩। উৎসে কর কর্তন সনদপত্র।— (১) কোন নিবন্ধিত ব্যক্তির নিকট হইতে উৎসে কর কর্তনকারী সত্তা কোন সরবরাহ গ্রহণের ক্ষেত্রে, উক্ত উৎস কর কর্তনকারী সত্তা তৎকতৃর্ক উক্ত সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধের সময় বোর্ড কতৃর্ক নির্ধারিত 
পদ্ধতিতে উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিবেন।]

1অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ০৯ নং আইন) এর ধারা ৬৫ দ্বারা প্রতিস্থাপিত

৫৪। কর দলিলাদি সংক্রান্ত অন্যান্য বিধান।-

৫৪। কর দলিলাদি সংক্রান্ত অন্যান্য বিধান।- কর দলিলাদি ও উহার অনুলিপি ইস্যু, সংরক্ষণ ও দাখিলের শতর্, পদ্ধতি, সময়সীমা, ইত্যাদি সংক্রান্ত বিধান বোর্ড বিধি দ্বারা নির্ধারণ করিতে পারিবে।