Paripatra-2 2010-2011

পরিপত্র-২ অর্থ বছর ২০১০-২০১১ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন
সেগুনবাগিচা, ঢাকা।
নথি নং-জারাবো/ কর-৭/আ:আ:বি:/৩/২০১০/১৬৪ তারিখ:২৩/০৯/২০১০।
পরিপত্র নং-২ (আয়কর)

বিষয়: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Sixth Schedule  এর  Part-A এর Paragraph ৩৪ এ বর্ণিত উৎসে আয়ের ১০% বন্ড বা সিকিউরিটি  ক্রয়ে বিনিয়োগ সংক্রান্ত।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর Sixth Schedule এর Part-A এর Paragraph ৩৪ এর বিধান অনুসারে নিম্নোক্ত খাতসমূহের আয়কে কর অব্যাহতি দেয়া হয়েছে।
(ক) মৎস্য খামার হতে আয়;
(খ) হাঁস-মুরগীর খামার;
(গ) pelleted poultry feed উৎপাদন;
(ঘ) বীজ উৎপাদন;
(ঙ) স্থানীয় উৎপাদিত বীজ বিপনন;
(চ) গবাদি পশুর খামার;
(ছ) দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার;
(জ) ব্যাঙ উৎপাদন খামার;
(ঝ) উদ্যান খামার প্রকল্প (horticulture);
(ঞ) রেশম গুটিপোকা পালনের খামার;
(ট) ছত্রাক (mushroom) উৎপাদন; এবং
(ঠ) ফুল ও লতাপাতার চাষ।
তবে এখাত থেকে কোন করদাতার আয় ১, ৫০, ০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বেশী হলে মোট আয়ের ১০% অর্থবছর শেষ হওয়ার ৬ মাসের মধ্যে বন্ড বা সরকার কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটিজে বিনিয়োগের শর্ত আছে।   

০২। উলেস্নখ্য, অর্থ আইন, ২০১০ এর মাধ্যমে ১/৭/২০১০ তারিখ থেকে production of pelleted poultry feed এবং কোম্পানী করদাতাদের মৎস্য চাষ হতে উদ্ভুত আয়কে হ্রাসকৃত হারে করারোপ করা হয়েছে।

০৩। উপরোক্ত Paragraph ৩৪ বা অধ্যাদেশের section ২ এ বন্ড বা সিকিউরিটির কোন সংজ্ঞা নেই। এ শ্রেনীর করদাতাগণ  সাধারনত: ৩-বছর মেয়াদী বিনিয়োগ বন্ডে বিনিয়োগ করতেন। অভ্যনত্মরীণ সম্পদ বিভাগ কর্তৃক ৩-বছর মেয়াদী বিনিয়োগ বন্ড বিক্রয় বন্ধ করে দেওয়ায় আয়কর আইনের শর্ত পরিপালনের ক্ষেত্রে করমুক্ত আয়ের উপর বাধ্যকতামূলক বিনিয়োগ করার ক্ষেত্রে  জটিলতা দেখা দিয়েছে।

০৪। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জাতীয় রাজস্ব বোর্ড এ মর্মে সঙষ্টীকরণ করছে যে, The Securities Act, ১৯২০ এবং The Public Debt Act, ১৯৪৪ অনুযায়ী “সঞ্চয়পত্র” সিকিউরিটিজ হিসাবে গণ্য হবে। Sanchayapatra Rules, ১৯৭৭  অনুযায়ী কেবল ব্যক্তিগণ (individual) “৩ মাস অনত্মর  মুনাফা  ভিত্তিক  সঞ্চয়পত্র” এবং “৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র” ক্রয় করতে পারতেন। ব্যক্তি ভিন্ন অংশিদারী ফার্ম, কোম্পানী বা অন্য শ্রেণীর করদাতাগণের ক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয় করার কোন সুযোগ ছিল না। অভ্যনত্মরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন নং অম/অসবি/সঞ্চয়-৮/২০০২/২২৭ তারিখ: ১৬ সেপ্টেম্বর, ২০১০ এর মাধ্যমে Sanchayapatra Rules, ১৯৭৭ সংশোধন করেছে। সংশোধিত বিধান অনুযায়ী আয়কর অধ্যাদেশ এর Sixth Schedule এর  Part-A এর Paragraph ৩৪ এ বর্ণিত আয়ের জন্য “৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র” তে বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে। তবে এজন্য সঞ্চয়পত্র ক্রয়কালে তাদের এরূপ উৎসের আয় আছে মর্মে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

০৫। এমতাবস্থায়, আয়কর অধ্যাদেশ এর Sixth Schedule এর  Part-A এর Paragraph ৩৪ এর শর্তানুযায়ী ১,৫০,০০০/- টাকার বেশী করমুক্ত আয় আছে এরূপ করদাতাগণ (ব্যক্তি, অংশিদারী ফার্ম ও কোম্পানী নির্বিশেষে) তাদের মুনাফার ১০% “৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র” বিনিয়োগ করতে পারবেন। সঞ্চয়পত্র ক্রয়কালে তাদের এরূপ উৎসের আয় আছে মর্মে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।


(মোঃ রুহুল আমিন)
প্রথম সচিব (আয়কর নীতি)।
টেলিফোন: ৯৩৪ ১৫৪৮।



About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment