করমুক্ত লভ্যাংশের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সুপারিশ

Picture
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে ব্যয় ও ব্যবস্থাপনা হিসাববিদদের সংগঠন আইসিএমএবি।

আগামী অর্থবছরের বাজেট সামনে রেখে রাজধানীর সেগুনবাগিচায় রোববার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে এক প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব দেওয়া হয়।

 

আলোচনায় সংগঠনটির প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী বাজেট নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

আইসিএমএবির প্রস্তাবনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আয়কর ৪২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার কথা বলা হয়।

তবে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের আয়কর ৪০ শতাংশ বহাল রাখার সুপারিশ করা হয়েছে।

তার সঙ্গে বিদেশি কোম্পানিগুলির ক্ষেত্রে নগদ লভ্যাংশ ২০০ শতাংশের বেশি হলে ৫০ শতাংশ হারে তাদের উপর কর আরোপের প্রস্তাব দিয়েছে আইসিএমএবি।

আলোচনায় সিঅ্যান্ডএফ, শিপিং, ফ্রেইড ফরওয়ার্ডিং, ট্যাক্স লইয়ার, ইনডেন্টর, আইসিএবি ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট নিয়ে তাদের প্রস্তাব তুলে ধরে।

এসব সংগঠনের পক্ষ থেকে ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

Source: http://bangla.bdnews24.com/economy/article1316988.bdnews

About Author

Profile Picture

Nowshad Amin Chowdhury

Leave a Comment