প্রশ্ন: অগ্রীম কর ইত্যাদি পরিশোধে ব্যার্থতা

(ক) ৬৪ ধারার বিধান অনুসরে যৌক্তিক কারন ছাড়া অগ্রীম কর প্রদানে ব্যর্থ হয়েছেন; বা
(খ)  ৬৭ ধারার অধীনে তাঁর প্রদেয় করের আনুমানিক হিসাব সম্পর্কে জানামতে অসত্য বলে বিশ্বাাস করার যুক্তিসংগত কারন আছে, তিনি
অনুরুপ ব্যাক্তির উপর সর্বোচ্চ ঐ পরিমান দন্ড প্রয়োগ করতে পারেন যা তার পরিশোধিত কর ও যে পরিমান কর তার পরিশোধ করা উচিত ছিল এ দুইয়ের মধ্যে পার্থক্যের অতিরিক্ত নয় ।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment