২৪। দাখিলপত্র পেশকরণ।

২৪। দাখিলপত্র পেশকরণ।― (১) প্রত্যেক করযোগ্য  [পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী] বা করযোগ্য সেবা প্রদানকারীকে প্রতিটি কর মেয়াদের জন্য  [ফরম] “মূসক-১৯” এ দাখিলপত্রের দুইটি অনুলিপি কর মেয়াদ পরবর্তী মাসের  [১৫(পনের) তারিখের] মধ্যে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে জমা দিতে হইবে  [:
    [তবে শর্ত থাকে যে, ১৫ (পনের) তারিখে সরকারী ছুটি থাকিলে অবশ্যই তৎপূর্ববর্তী কার্যদিবসে যথানিয়মে ফরম “মূসক-১৯” এ দাখিলপত্র জমা প্রদান করিতে হইবে।*]]
[তবে আরও শর্ত থাকে যে, কোনো বীমা কোম্পানি কর মেয়াদের পরবর্তী মাসের বিশ তারিখের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারিবে;**]
[(২) যে ব্যক্তি করযোগ্য পণ্য প্রস্তুত বা উৎপাদনপূর্বক সরবরাহ বা রপ্তানি করেন তাহাকে দাখিলপত্রের সহিত নিম্নবর্ণিত দলিলাদি সংযুক্ত করিতে হইবে, যথা:

(ক)    চলতি হিসাবের মূল অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে); এবং
(খ)    কমিশনার কর্তৃক দাবিকৃত অন্য যে কোনো দলিল।
(৩) যে ব্যক্তি করযোগ্য সেবা প্রদান বা রপ্তানি করেন তাহাকে দাখিলপত্রের সহিত নিম্নবর্ণিত দলিলাদি প্রদান করিতে হইবে, যথা:
(ক)    সংশ্লিষ্ট করমেয়াদে প্রদেয় কর প্রদানের প্রমাণস্বরূপ ট্রেজারী চালানের  মূল ও দ্বিতীয় অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে); এবং
(খ)    কমিশনার কর্তৃক দাবীকৃত অন্য যে কোনো দলিল।]


মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা “পণ্য প্রস্তুতকারক বা উৎপাদক” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “ফর্ম” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা “১০ (দশ) কার্যদিবসের” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।
মূসক এসআরও নং-২১২, তারিখ: ১০/০৬/১৯৯৯ দ্বারা দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত এবং তৎপর নূতন শর্তাংশ সংযোজিত।
মূসক এসআরও নং-৫৪৭, তারিখ: ১০/০৬/২০১০ দ্বারা বিদ্যমান শর্তাংশের পরিবর্তে নূতন শর্তাংশ প্রতিস্থাপিত।
*এখানে দাঁড়ির পরিবর্তে সেমিকোলন হওয়া বাঞ্ছনীয়
**মূসক এসআরও নং-৫৯৬, তারিখ: ০৯/০৬/২০১১ দ্বারা উপ-বিধি (১) এ উল্লিখিত শর্তাংশের পর নূতন শর্তাংশ সংযোজিত। (এখানে সেমিকোলনের পরিবর্তে দাঁড়ি হওয়া বাঞ্ছনীয়)
মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা উপ-বিধি (২) এর পরিবর্তে নূতন উপ-বিধি (২) প্রতিস্থাপিত এবং উপ-বিধি (৩) এর পরিবর্তে নূতন উপ-বিধি (৩) প্রতিস্থাপিত।

 

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment