কিভাবে আমি আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করব?

Picture

যদি আপনি ইতোমধ্যে কোন ইউজার  রেজিস্ট্রেশন না করে থাকেন তবে টিআইএন (TIN) অ্যাপ্লিকেশন করার জন্য শুরুতেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য টপ মেনু থেকে “Register” বাটনে ক্লিক করুন তাহলে স্ক্রীন এ নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় রেজিস্ট্রেশন ফর্ম দেখাবে :-

·    User ID: ইউজার যে নামে লগ ইন করবেন তা এখানে প্রদান করবেন এবং তা অবশ্যই সর্বনিম্ন ৮ অক্ষর হতে হবে ।

·     Password: এখানে পাসওয়ার্ড প্রদান করুন এবং পাসওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন চার অক্ষরের হতে হবে । 

·     Retype Password: পুনরায় পাসওয়ার্ড প্রদান করুন।

·     Security Question: আপনার পছন্দের Security Question সিলেক্ট করুন ।

·         Security Answer: Security Question এর উত্তর প্রদান করুন ।

·      Country: আপনার দেশের নাম সিলেক্ট করুন । (শুধুমাত্র বিদেশিদের জন্য প্রযোজ্য)

·      Mobile number: আপনার মোবাইল নম্বর টাইপ করুন ।

·      Email Address: আপনার ইমেইল আইডি টাইপ করুন।

·      Verification letter:  ফর্মে দেখানো অক্ষরগুলো টাইপ করুন।

Register: রেজিস্ট্রেশন  বাটনে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে e-Activation  কোড নামে নতুন উইন্ডো প্রদর্শিত হবে এবং আপনার মোবাইলে  e-Activation  কোড আসবে।

·         e -TIN Activation Code: মোবাইলে পাওয়া e- TIN Activation কোডটি ব্রাউজার এ প্রদর্শিত e-TIN Activation কোড এর ঘরে টাইপ করুন ।

·         Activate: e- TIN Activation কোড টাইপ করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন পদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আপনি New Registration অথবা Re-registration এর জন্য আবেদন করতে পারবেন

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment