মোবাইলে e-TIN Activation কোড না পেলে কি করব?

Picture

মোবাইলে e-TIN Activation কোড না পেলে  তা পাওয়ার জন্য টপ মেনু থেকে Resend e-TIN Activation Code মেনুতে ক্লিক করতে হবে । তাহলে স্ক্রীন এ  নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় একটি ফর্ম দেখাবে ।

 User ID: আপনি যে নামে ইউজার তৈরী করেছেন তা টাইপ করুন। 

   Resend e-TIN Activation Code: “Resend e-TIN Activation Code” বাটনে ক্লিক করুন ।  তাহলে আপনার মোবাইলে   মেসেজের  মাধ্যমে Activation কোড পাঠানো হবে এবং স্ক্রিনে নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় Mobile Activation ফর্ম টি দেখাবে ।

  e-TIN Activation Code: আপনার মবাইলে মেসেজজের মাধ্যমে যে activation কোড পাঠানো হয়েছে তা e-TIN Activation Code ফিল্ডে প্রদান করুন।

 Activate: আপনার ইউজার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য “Activate” বাটনে ক্লিক করুন তাহলে আপনি সিস্টেমে সরসসরি লগিন হয়ে যাবেন ।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment