আয়কর রিটার্ণ কারা দেবেন

কোন ব্যক্তি  (individual)  করদাতার  আয় যদি বছরে  ২,৫০,০০০/-  টাকার বেশী হয় তবে তাকে রিটার্ন দিতে হবে। মহিলা  এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের পুরুষ করদাতার আয়  যদি  বছরে  ৩,০০,০০০/-  টাকার  বেশি,  প্রতিবন্ধী  করদাতার  আয়  যদি  বছরে ৩,৭৫,০০০/-  টাকার বেশী  এবং গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি বছরে ৪,২৫,০০০/-  টাকার বেশী  হয় তাহলে তাঁকে রিটার্ন দিতে হবে।  তবে আয়ের পরিমাণ যা-ই হোক না কেন কতিপয় ব্যক্তির  ক্ষেত্রে  রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাঁদের তালিকা নীচে দেয়া হলোঃ
(১) আয়বর্ষে করযোগ্য আয় থাকলে;
(২) আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যে কোন বছর করযোগ্য আয় নিরূপিত হলে;
(৩) সিটি  কর্পোরেশন  অথবা  বিভাগীয়  ও  জেলা  শহরের  পৌরসভায় বসবাসকারীদেরঃ
ক) একটি গাড়ীর মালিক হলে;
খ) মূল্য সংযোজন কর আইনে নিবন্ধিত কোন ক্লাবের সদস্য হলে;
(৪) সিটি  কর্পোরেশন,  পৌরসভা  অথবা  ইউনিয়ন  পরিষদে  ব্যবসা  পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স এবং ব্যাংক এ্যাকাউন্ট থাকলে;
(৫) ডাক্তার,  দন্ত  চিকিৎসক, আয়কর আইনজীবী, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট এ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার অথবা সমজাতীয় পেশায় নিয়োজিত সকল ব্যক্তিবর্গ;
(৬) চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অথবা কোন ট্রেড এসোসিয়েশনের সকল সদস্য;
(৭) পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা জাতীয় সংসদ নির্বাচনে সকল পদপ্রার্থী;
(৮) সরকারি,  আধা-সরকারি,  স্বায়ত্তশাসিত  সংস্থা  অথবা  স্থানীয়  কর্তৃপক্ষের ঠিকাদারী কাজে টেন্ডারে অংশগ্রহণকারী সকল ব্যাক্তি বা প্রতিষ্ঠান;

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment